রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে হারের পরই ইডেনের বাইশ গজ নিয়ে তুমুল অসন্তুষ্ট ছিলেন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক অজিঙ্কা রাহানে। সাংবাদিক সম্মেলনে এসে নিজের অসন্তোষের কথাও প্রকাশ্যে জানিয়েছিলেন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে স্পিনিং উইকেট পেয়ে খুশিতে ডগমগ। মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের কাছে হারের পর ইডেনের বাইশ গজ নিয়ে আবার বিস্ফোরক রাহানে। প্রচারলোভী বলে বিদ্রুপ করে গেলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জিকে।
লখনউ সুপর জায়ান্টস ম্যাচেও স্পিনিং ট্র্যাক চেয়েছিল নাইট রাইডার্স টিম ম্যানেজমেন্ট। সানরাইডার্স হায়দরাবাদ ম্যাচের উইকেটেই খেলতে চেয়েছিলেন। কিন্তু একই পিচে পরপর দুটি ম্যাচ করা যাবে না, সেটা মাথায় রেখেই দেননি কিউরেটের সুজন মুখার্জি। বেঙ্গলুরু ম্যাচ যে উইকেটে খেলা হয়েছিল, সেই উইকেটেই এদিন লখনউ–র বিরুদ্ধে খেলতে হয় রাহানেদের। উইকেট থেকে স্পিনাররা কোনও সাহায্যই পাননি। পুরোপুরি ব্যাটিং সহায়ক। যার ফায়দা তোলে লখনউ। নিকোলাস পুরান, মিচেল মার্শ, এইডেন মার্করামরা ছিনিমিনি খেলেন নাইট বোলারদের নিয়ে।
ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে এসে অজিঙ্কা রাহানে কিছুটা বিদ্রুপের সুরে সমালোচনা করেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জির। তিনি বলেন, ‘ইডেনের উইকেট নিয়ে যদি নতুন কিছু বলি, তা নিয়ে বড় বিতর্ক তৈরি হবে। এখানকার উইকেট নিয়ে অনেক আলোচনা হয়েছে। এখানকার পিচ কিউরেটর অনেক জনপ্রিয় হয়ে গেছেন। আমার মনে হয় এই ধরনের প্রচার তাঁর খুব পছন্দ হয়েছে। ঘরের মাঠের সুবিধা নিয়ে সংবাদ মাধ্যম নিজেদের মতো করে লিখতেই পারে। আমার যদি কিছু বলার প্রয়োজন হয়, সেটা আইপিএল কর্তৃপক্ষকেই বলব। এখানে কিছু বলব না।’
রাহানে আরও বলেন, ‘এই পিচে স্পিনারদের জন্য কিছু ছিল না। অথচ আমাদের মূল শক্তি স্পিনাররাই। লখনউ–র ব্যাটাররা পরিবেশ দারুণভাবে কাজে লাগিয়েছে। অন্যান্য দিন আমাদের স্পিনাররা ম্যাচ নিয়ন্ত্রণে রাখা। কিন্তু এদিন বরুণ ও সুনীলকে ওরা দারুণভাবে সামলেছে। সুইপ ও রিভার্স সুইপ মেরে বাউন্ডারি বার করেছে। স্পেনসার জনসন ও হর্ষিত রানা চেষ্টা করেছিল দলকে ম্যাচে ফেরানোর। কিন্তু করতে পারেনি।’
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচের উইকেট নিয়েও খুশি ছিলেন না নাইট অধিনায়ক অজিঙ্কা রাহানে। তিনি বলেছিলেন, ‘আমরা চাইব ঘরের মাঠে আরও বেশি স্পিন সহায়ক উইকেট হোক। আমাদের প্রধান শক্তি স্পিন। ভবিষ্যতে আমরা চাইব উইকেট থেকে স্পিনাররা যেন আরও বেশি সাহায্য পায়।’ বাস্তবে লখনউ ম্যাচে তা হয়নি। আর তাতেই ক্ষিপ্ত নাইট অধিনায়ক।
।
আরও পড়ুনঃ শ্রীলঙ্কায় মহিলাদের ত্রিদেশীয় সিরিজে ভারতের নেতৃত্বে হরমনপ্রীত, দলে নেই রেণুকা ও তিতাস
আরও পড়ুনঃ নতুন তারকার জন্ম আইপিএলে, প্রিয়াংশ আর্যর ঝড়ে উড়ে গেল চেন্নাই, টানা ৪ ম্যাচে হার ধোনিদের
আরও পড়ুনঃ বিধ্বংসী নিকোলাস পুরান, দুরন্ত লড়াই করেও লখনউ-র কাছে ৪ রানে হার নাইট রাইডার্সের