গ্রুপ লিগে দুরন্ত পারফরমেন্স করেও শেষরক্ষা হল না। কোয়ার্টার ফাইনালে বরোদার কাছে ৪১ রানে হেরে সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেট প্রতিযোগিতা থেকে বিদায় নিল বাংলা। ব্যাটিং ব্যর্থতার খেসারত দিতে হল বাংলাকে।
আগের ম্যাচগুলিতে টস জিতে পরে ব্যাট করে সাফল্য পেয়েছিল বাংলা। বরোদার বিরুদ্ধেও সেই একই নীতি অবলম্বন করেছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি। টস জিতে বরোদাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিলেন। দারুন শুরু করেছিলেন দুই ওপেনার শাশ্বত রাওয়াত ও অভিমন্যু সিং। ওপেনিং জুটিতে দুজনে তোলেন ৯০। দশম ওভারে প্রথম উইকেট হারায় বরোদা। অভিমুন্যকে (৩৪ বলে ৩৭) তুলে নিয়ে জুটি ভাঙেন সক্ষম চৌধুরি। পরের ওভারেই শাশ্বত রাওয়াতকে (২৬ বলে ৪০) তুলে নেন প্রদীপ্ত প্রামানিক। তিন নম্বরে নামা হার্দিক পান্ডিয়া বড় রান করতে পারেননি। ১১ বলে ১০ রান করে তিনি কনিষ্ক শেঠের বলে আউট হন। এরপর ক্রুনাল পান্ডিয়াকে (১১ বলে ৭) তুলে নেন প্রদীপ্ত প্রামানিক।
দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরোদা। শিবালিক শর্মা (১৭ বলে ২৪), ভানু পানিয়া (১১ বলে ১৭), বিষ্ণু সোলাঙ্কিদের (৭ বলে অপরাজিত ১৬) সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান তোলে বরোদা। বল হাতে এদিন তেমন সুবিধা করতে পারেননি মহম্মদ সামি। ৪ ওভার বোলিং করে ২ উইকেট পেলেও ৪৩ রান খরচ করেন। ৩৯ রানে ২ উইকেট নেন কনিষ্ক শেঠ। প্রদীপ্ত প্রামানিক ২ ওভার বোলিং করে ৬ রানে ২ উইকেট নেন।
বাংলার যা ব্যাটিং শক্তি, জয়ের জন্য ১৭৩ রানের লক্ষ্য খুব একটা কঠিন ছিল না। কিন্তু গ্রুপ লিগের ম্যাচে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক পোড়েল, করণ লালরা আসল ম্যাচেই নিজেদের মেলে ধরতে পারেননি। চতুর্থ ওভারে বিধ্বংসী হয়ে ওঠেন লুকমান মেরিওয়ালা। তুলে নেন করণ লাল (৬), সুদীপ ঘরামি (২) ও ঋত্বিক চ্যাটার্জিকে (০)। পরের ওভারে অভিষেককে (১৩ বলে ২২) ফেরান অতীত শেঠ।
৩১ রানে ৪ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে পরে বাংলা। এরপর ঋত্বিক রায়চৌধুরি ও শাহবাজ আমেদ কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন। দশম ওভারের শেষ বলে ঋত্বিক রায়চৌধুরি (১৮ বলে ২৯) আউট হতেই আবার ধস নামে বাংলার ইনিংসে। শেষ পর্যন্ত ১৮ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় বাংলা। বাংলার হয়ে একমাত্র লড়াই করেন শাহবাজ আমেদ। ৩৬ বলে তিনি করেন ৫৫। বরোদার হয়ে লুকমান মেরিওয়ালা ১৭, হার্দিক পান্ডিয়া ২৭ ও অতীত শেঠ ৪১ রানে ৩টি করে উইকেট নেন।
আরও পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জয়ে ফিরল রিয়েল মাদ্রিদ, টানা ৬ ম্যাচ জিতে নক আউট নিশ্চিত লিভারপুলের
আরও পড়ুনঃ ‘কিলার’ হয়ে উঠেলেন মিলার, পাকিস্তানকে ১১ রানে হারিয়ে টি২০ সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা