মহিলা ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। মোট ১৬ জন ক্রিকেটার এবছর বোর্ডের বার্ষিক চুক্তির আওতায় এসেছে। বাংলা থেকে স্থান পেয়েছেন রিচা ঘোষ ও তিতাস সাধু। আগের বছর তিনি বোর্ডের বার্ষিক চুক্তিতে ‘বি’ গ্রেডে ছিলেন। এবছরও তিনি ‘বি’ গ্রেডেই রয়েছেন। আর তিতাস সাধু ‘সি’ গ্রেডে জায়গা পেয়েছেন।
২০২৩ সালে মোট ১৯ জন বোর্ডের বার্ষিক চুক্তির তালিকায় জায়গা পেয়েছিলেন। গত বছর সংখ্যাটা কমে দাঁড়ায় ১৭ জনে। এবছর আরও একজন কমল। বোর্ডের পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে ১৬ জন ক্রিকেটারকে তিনটি গ্রেডে ভাগ করা হয়েছে। ‘এ’ গ্রেডে রয়েছেন ৩ জন, ‘বি’ গ্রেডে রয়েছেন ৪ জন, আর ‘সি’ গ্রেডে রয়েছেন ৯ জন ক্রিকেটার। পুরুষদের মতো কোনও ‘এ’ প্লাস গ্রেড নেই।
‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন হরমনপ্রীত কাউর, স্মৃতি মান্ধানা এবং দীপ্তি শর্মা। ‘বি’ গ্রেডে বাংলার রিচা ঘোষ ছাড়াও রয়েছেন জেমিমা রডরিগেজ ও শেফালি ভার্মা। ২০২৩ সালে ‘সি’ গ্রেডে ছিলেন রিচা। গত বছর দুরন্ত পারফরমেন্স করে ২০২৪ সালের তালিকায় এক ধাপ ওপরে উঠেছিলেন এসেছিলেন। কিন্তু এবার আর প্রোমোশন পেলেন না।
‘সি’ গ্রেডে রয়েছেন যস্তিকা ভাটিয়া, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাটিল, তিতাস সাধু, অরুন্ধতী রেড্ডি, আমোনজ্যোত কাউর, উমা ছেত্রী, পুজা বস্ত্রকার, স্নেহ রানা ও তিতিস সাধু। বাংলা থেকে রিচার পাশাপাশি এই তালিকায় নতুন নাম তিতাস। সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলের জার্সি গায়ে নিজেকে মেলে ধরেছেন তিতাস। তার পুরস্কারও পেলেন। কয়েক বছর আগেই মহিলা এবং পুরুষ ক্রিকেটারদের সমান ম্যাচ ফি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবছর অবশ্য চুক্তির অঙ্কও প্রকাশ করা করেনি।