ডাকেটের চোখের সামনে গুড়িয়ে গেল তাঁর রেকর্ড, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক আফগানিস্তানের ইব্রাহিম জাদরান
রেকর্ডের মালিক হয়ে হয়ে গেলে ইব্রাহিম জাদরান। লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এই আফগান ব্যাটার। ভেঙে দিলেন কদিন আগেই গড়া ইংল্যান্ডের বেন ডাকেটের রেকর্ড। কাকতালীয় ভাবে, বেন ডাকেটের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন জাদরান।
রেকর্ড গড়ার পথে সেঞ্চুরির পর ইব্রাহিম জাদরান।
স্পোর্টস টাইম ওয়েব ডেস্ক
শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৫
Share on:
আফগানিস্তানের প্রথম ব্যাটার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেঞ্চুরি করে ইতিহাস গড়েছিলেন। আর সেই ইতিহাস গড়ার কিছুক্ষণ পরেই আরও একটা রেকর্ডের মালিক হয়ে হয়ে গেলে ইব্রাহিম জাদরান। লাহোরে ইংল্যান্ডের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন এই আফগান ব্যাটার। ভেঙে দিলেন কদিন আগেই গড়া ইংল্যান্ডের বেন ডাকেটের রেকর্ড। কাকতালীয় ভাবে, বেন ডাকেটের সামনেই তাঁর রেকর্ড ভাঙলেন জাদরান।
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামেই ইংল্যান্ডের ওপেনার বেন ডাকেট ১৪৩ বলে ১৬৫ রানের ইনিংস খেলেছিলেন। ভেঙে দিয়েছিলেন এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টলে ও জিম্বাবোয়ের অ্যান্ডি ফ্লাওয়ারের ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭৭ বলে ১৪৫ রান করে অপরাজিত ছিলেন অ্যাস্টলে। অন্যদিকে, ২০০২ সালে ভারতের বিরুদ্ধে ১৬৪ বলে ১৪৫ রান করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার।
৪ দিন আগে করা বেন ডাকেটের সেই রেকর্ড ভেঙে দিলেন ইব্রাহিম জাদরান। দুর্দান্ত ইনিংস খেলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক হয়ে গেলেন এই আফগান ব্যাটার। ১৪৬ বলে ১৭৭ রানের ইনিংস খেলেছেন ২৩ বছর বয়সী জাদরান। কঠিন পরিস্থিতিতে তিনি এই ইনিংস খেলেন। ৩৭ রানে ৩ উইকেট হারিয়েছিল আফগানিস্তান। সেখান থেকে দলকে টেনে তোলেন ওপেন করতে নামা জাদরান। ৫০ ওভার পর্যন্ত তিনি ক্রিজে ছিলেন। শেষ ওভারের প্রথম বলে আউট হন। মারেন ১২টি ৪ ও ৬টি ৬। তাঁর ইনিংসের ওপর ভর করেই আফগানিস্তান প্রথমে ব্যাট করে তোলে ৭ উইকেটে ৩২৫ রান।
শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, একদিনের ক্রিকেটে আফগানিস্তানের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানের নিজের রেকর্ডও ভেঙে দিয়েছেন। ২০২২ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে তাঁর সর্বোচ্চ রান ছিল ১৬২। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস খেললেন। এই প্রথম প্রথম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছে আফগানিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে রহমত শাহ করেছিলেন ৯০। আজ সেই নজির ভেঙে ইতিহাসে নাম লেখালেন জাদরান।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl