১৮ বলে জয়ের জন্য প্রয়োজন ৫ রান। ২ উইকেট। ক্রিজে শিবম দুবের মতো ব্যাটার। ৪৮তম ওভারে আসালঙ্কার প্রথম ২ বলে কোনও রান আসেনি। তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়ে স্কোর সমান করেন শিবম দুবে। চতুর্থ বল শিবমের প্যাড ছুঁয়ে বেরিয়ে যায়। ১ রান নিয়েই জয়ের উল্লাস। এলবিডব্লিউয়ের আবেদন করেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা। আম্পায়ায় সাড়া দেননি। রিভিউ নেন আসালঙ্কা। টিভি আম্পায়ারের সিদ্ধান্তে আউট শিবম।
তখনও জয়ের সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু পরের বলেই উইকেটের সামনে অর্শদীপের পা পেয়ে যান আসালঙ্কা। এবার আম্পায়ার এলবিডব্লিউ দিলে অর্শদীপ তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। যদিও বাঁচেননি অর্শদীপ। জয়ও আসেনি ভারতের। শ্রীলঙ্কার ২৩০/৮ রানের জবাবে ভারত থেমে গেল ২৩০ রানে। নাটকীয় ৪৮তম ওভারে ভারত–শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচ টাই।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক চরিথ আসালঙ্কা। অভিষ্কা ফার্নান্ডোকে (১) তৃতীয় ওভারেই তুলে নিয়ে শ্রীলঙ্কাকে প্রথম ধাক্কা দিয়েছিলেন মহম্মদ সিরাজ। শুরুতেই উইকেট হারিয়ে ভারতীয় বোলারদের বিরুদ্ধে আক্রমণাত্মক হতে পারেননি পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। ১৩ ওভারে মাত্র ৪৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। চতুর্দশ ওভারে প্রথম বলেই কুশল মেন্ডিসকে (৩১ বলে ১৪) ফেরান শিবম দুবে। শ্রীলঙ্কার মিডল অর্ডারে ধস নামান ভারতীয় স্পিনাররা। সমরাবিক্রমাকে (৮) ফেরান অক্ষর প্যাটেল। আসালঙ্কাকে (২১ বলে ১৪) তুলে নেন কুলদীপ যাদব।
পাথুম নিসাঙ্কা একপ্রান্তে লড়াই করছিলেন। তাঁকে তুলে নিয়ে শ্রীলঙ্কাকে আরও চাপে ফেলে দেন ওয়াশিংটন সুন্দর। ৭৫ বলে ৫৬ রান করেন নিসাঙ্কা। অধিনায়ক আসালঙ্কাকে (২১ বলে ১৪) ফেরান কুলদীপ যাদব। জানিথ লিয়ানাগেকে (২৬ বলে ২০) তুলে নেন অক্ষর। ১৪২ রানে ৭ উইকেট হারিয়ে বড় রানের স্বপ্ন শেষ হয়ে যায় শ্রীলঙ্কার। শেষ দিকে দুনিথ ওয়েলালাগে (৬৫ বলে ৬৭), ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৫ বরে ২৪), ধনঞ্জয় ডিসিলভাদের (২১ বলে ১৭) শ্রীলঙ্কাকে ২৩০/৮ রানে পৌঁছে দেয়। অক্ষর প্যাটেল ৩৩ রানে ২টি, অর্শদীপ সিং ৪৭ রানে ২টি উইকেট নেন। সিরাজ, শিবম, কুলদীপ, ওয়াশিংটন ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ২৩১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ভাল শুরু করেছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে ওঠে ৭৫। রোহিত আক্রমণাত্মক ব্যাটিং করলেও সতর্ক ছিলেন শুভমান। ত্রয়োদশ ওভারে দুনিথ ওয়েল্লালাগের চতুর্থ বলে তিনি আউট হন। ৩৫ বলে ১৬ রান করেন শুভমান। এক ওভার পরে রোহিতকেও (৪৭ বলে ৫৮) তুলে নেন ওয়েল্লালাগে। ওয়াশিংটন সুন্দরকে (৪) চার নম্বরে নামিয়ে কোনও লাভ হয়নি।
কোহলি বেশ ছন্দেই ছিলেন। কিন্তু তিনিও স্পিনের বলি। ৩২ বলে ২৪ রান করে হাসারাঙ্গার বলে আউট হন কোহলি। ২৩ বলে ২৩ রান করে আসিথা ফার্নান্ডোর বলে আউট হন শ্রেয়স আয়ার। ১৩২ রানে ৫ উইকেট হারায় ভারত। এরপর দলকে টেনে নিয়ে যান লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। ৪৩ বলে ৩১ রান করে হাসারাঙ্গার শিকার রাহুল। অক্ষর প্যাটেল ৫৭ বলে ৩৩ রান করে আসালঙ্কার বলে আউট হন। কুলদীপ যাদব করেন ২। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান শিবম দুবে। ৪৭ তম ওভারে আসালঙ্কার চতুর্থ বলে শিবম (২৪ বলে ২৫) যখন আউট হন, জয় থেকে ১ রান দূরে ভারত। পরের বলেই অর্শদীপকে (০) তুলে নিয়ে ম্যাচ টাই করেন আসালঙ্কা। হাসারাঙ্গা ও আসালঙ্কা ২টি করে উইকেট নেন।