একই দিনে তিন–তিনজন ব্যাটারকে অতিক্রম! হ্যাঁ, রাহুল দ্রাবিড় ও রিকি পন্টিং ও জ্যাক কালিসের রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন জো রুট। পৌঁছে গেলেন টেস্ট ক্রিকেটের ইতিহাসের নতুন উচ্চতায়। ইংল্যান্ডের ৩৪ বছর বয়সী এই ব্যাটারের সামনে এখন শুধু শচীন তেন্ডুলকার। ভেঙে দিলেন ব্র্যাডম্যানেরও রেকর্ড।
ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নামেন ১৩২৫৯ রান নিয়ে। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সেই সময় তিনি ছিলেন পাঁচ নম্বরে। সামনে জাক কালিস, রাহুল দ্রাবিড় ও রিকি পন্টিং। প্রথম সেশনেই কালিস ও দ্রাবিড়কে অতিক্রম করে তৃতীয় স্থানে উঠে আসেন। তখনও রিকি পন্টিংয়ের রেকর্ড ভাঙতে রুটের প্রয়োজন ছিল ১২০ রান। দ্বিতীয় সেশনে পন্টিংয়ের রেকর্ড ভেঙে দ্বিতীয় স্থানে উঠে আসেন পন্টিং। ১৩৩৭৮ রান করতে পন্টিংয়ের লেগেছিল ২৮৭ ইনিংস। আর ১৫৭ টেস্টে ২৮৬ ইনিংসে এই রানে পৌঁছে গেলেন জো রুট। তাঁর সামনে এখন শুধু শচীন তেন্ডুলকার। ৩২৯ ইনিংসে শচীনের ঝুলিতে ১৫৯২১ রান। ওল্ড ট্রাফোর্ডে ১৫০ রান করে আউট হন রুট। আপাতত টেস্টে তাঁর রান ১৩৪০৯।
শুধুই কি টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হলেন? আরও কয়েকটা রেকর্ডের সঙ্গে নিজের নাম জুড়ে ফেলেছেন জো রুট। টেস্টে সবথেকে বেশি ৫০–এর বেশি রানের দিক দিয়েও পন্টিংয়ের রেকর্ড ভেঙে দিয়েছেন। পন্টিং টেস্টে পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ১০৩টি। আর রুট খেলেছেন ১০৪টি। টেস্টে ৩৮তম সেঞ্চুরি পেয়ে গেলেন রুট, কুমারা সাঙ্গাকারার সঙ্গে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ। ভারতের বিরুদ্ধে এটা তাঁর ১২তম সেঞ্চুরি। যা যে কোনও ব্যাটারের সর্বোচ্চ সেঞ্চুরি। ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের ১১ সেঞ্চুরির রেকর্ড।
আরও একটা বিশ্বরেকর্ড গড়েছেন জো রুট। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে এটা তাঁর নবম সেঞ্চুরি। কোনও ব্যাটারের ঘরের মাঠে একটা দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড। ভেঙে দিয়েচেন অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ডন ব্র্যাডম্যানের ৮ সেঞ্চুরির রেকর্ড।
জো রুটের দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে ভারতের বিরুদ্ধে চতুর্থ টেস্টে চালকের আসনে ইংল্যান্ড। তৃতীয় দিনের শেষে তুলেছে ৭ উইকেটে ৫৪৪। জো রুট ছাড়াও রান পেয়েছেন জ্যাক ক্রলি (৮৪), বেন ডাকেট (৯৪), ওলি পোপ (৭১), বেন স্টোকস (অপরাজিত ৭৭)। এর আগে ভারতের প্রথম ইনিংস শেষ হয় ৩৫৮ রানে। এখনও পর্যন্ত ১৮৬ রানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।