রঞ্জি ট্রফিতে যেখানে একের পর এক তারকা ক্রিকেটাররা ব্যর্থ, ব্যতিক্রমী রবীন্দ্র জাদেজা। তাঁর দুরন্ত স্পিনের সামনে অসহায় আত্মসমর্পন দিল্লির। রেহায় পাননি জাতীয় দলের তারকা ব্যাটার ঋষভ পন্থও। জাদেজার বিধ্বংসী স্পিনে দ্বিতীয় ইনিংসে দিল্লি গুটিয়ে গেল মাত্র ৯৪ রানে। ১০ উকেটে সহজ জয় সৌরাষ্ট্রর। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট তুলে নিয়েছেন রবীন্দ্র জাদেজা। দুই ইনিংস মিলিয়ে ১২ উইকেট।
প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গিয়েছিল দিল্লি। ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। জবাবে ২৭১ রান তুলেছিল সৌরাষ্ট্র। ৮৩ রানে পিছিয়ে থেকে ব্যট করতে নেমে জাদেজার ঘূর্ণির সামনে চূড়ান্ত বিপর্যস্ত দিল্লি। দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৯৪ রানে। ২৬ বলে ১৭ রান করে রবীন্দ্র জাদেজার বলে আউট হন ঋষভ পন্থ। সর্বোচ্চ ৪৪ রান করে আয়ূশ বাদোনি। ৩৮ রানে ৭ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। কোনও উইকেট না হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় সৌরাষ্ট্র।
প্রথম ইনিসং ৬৬ রানে ৫ উইকেট নিয়েছিলেন জাদেজা। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রানে ৭ উইকেট তুলে নেন। ম্যাচে ১০৪ রানে ১২ উইকেট। রাজকোটের স্পিনবান্ধব পিচে বোলিং ওপেন করেন এই বাঁহাতি স্পিনার। দিল্লির ওপেনার সনত সাঙ্গোয়ানকে (৬) প্রথম আউট করেন। এরপর জাদেজার শিকার হন অর্পিত রানা (১২)। জন্টি সিধু এবং ঋষভও তাংর শিকার। মায়াঙ্ক গুসাইনকে আউট করে নিজের পাঁচ উইকেট পূর্ণ করেন জাদেজা। এরপর সুমিত মাথুরও জাড্ডুর শিকার হন। অধিনায়ক আয়ুশ বাদোনিকে আউট করে ৭ শিকার পূর্ণ করেন।
দ্বিতীয় ইনিংসে পঞ্চাশটি ডট বল করেছিলেন এবং দিল্লির ব্যাটসম্যানদের শট খেলার জন্য এক ইঞ্চি জায়গাও দেননি। ১৯ বার এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন রবীন্দ্র জাদেজা। ষষ্ঠবারের মতো ম্যাচে ১০ উইকেট নিয়েছেন তিনি। ৪৬ রঞ্জি ট্রফি ম্যাচে তাংর ঝুলিতে ২০৮ উইকেট, গড় মাত্র ২১.২৫।
রবীন্দ্র জাদেজার সাফল্যের দিনে আবার ব্যর্থ রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল। জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে যদিও ভাল শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার। কিন্তু বড় ইনিংস খেলতে ব্যর্থ। ২৬ রান করে আউট হন যশস্বী। অন্যদিকে রোহিত করেন ২৮। দ্বিতীয় ইনিংসেও বিপর্যয়ে পড়েছিল মুম্বই। একসময় ১০১ রানে ৭ উইকেট হারায়। শার্দুল ঠাকুর (অপরাজিত ১১৩) ও তনুশ কোটিয়ানের (অপরাজিত ৫৮) দুরন্ত ব্যাটিংয়ে বিপর্যয় কাটায় মুম্বই। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে তুলেছে ২৭৪/৭। জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হয়েছিল ২০৬ রানে।
আরও পড়ুনঃ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে আবার গোল দুরন্ত বিষ্ণুর, টানা ৩ ম্যাচ হারের পর জয়ে ফিরল ইস্টবেঙ্গল
আরও পড়ুনঃ অনুষ্টুপ, ঋদ্ধিমানের মতো তারকাও চূড়ান্ত ব্যর্থ, বাংলা গুটিয়ে গেল ১২৫ রানে, চালকের আসনে হরিয়ানা