আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে বিরাট কোহলিকে নাচিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স কর্ণধার শাহরুখ খান। আর বাইশ গজের লড়াইয়ে কিং খানের দলের বোলারদের নাচিয়ে ছাড়লেন বিরাট কোহলি। সঙ্গে নাইট রাইডার্সের প্রাক্তনী ফিল সল্ট। এই দুজনের দাপটেই নাইট রাইডার্সের বিরুদ্ধে শনিবার ইডেনে আইপিএলের উদ্বোধনী ম্যাচে ৭ উইকেটে সহজ জয় তুলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বরুণকে টেক্কা দিলেন বিরাট কোহলি।
টস জিতে নাইট রাইডার্সকে প্রথমে ব্যাট করে পাঠায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম ওভারেই ধাক্কা খায় নাইট রাইডার্স। ইনিংসের পঞ্চম বলে কুইন্টন ডি’কককে (৪) তুলে নেন জশ হ্যাজেলউড। শুরুর ধাক্কা সামলে নাইট রাইডার্সকে এগিয়ে নিয়ে যান অজিঙ্কা রাহানে ও সুনীল নারাইন। দুজনের জুটিতে ওঠে ১০৫ রান। অনেকেই টি২০ ক্রিকেটে রাহানের ব্যাটিং নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। প্রথম ম্যাচেই রাহানে বুঝিয়ে দিলেন তাঁকে দলে নিয়ে ভুল করেনি নাইট টিম ম্যানেজমেন্ট। রাহানে ও নারাইনের দাপটেই ৯.৩ ওভারে ১০০ রানে পৌঁছে যায় নাইট রাইডার্স।
এরপরই ধাক্কা। দশম ওভারের শেষ বলে রসিক সালাম দারের বলে আউট হন সুনীল নারাইন। ৫টি চার ও ৩টি ছয়ের সাহায্যে ২৬ বলে ৪৪ রান করেন তিনি। ৩ বল পরেই আউট হন রাহানে। ২৫ বলে অর্ধশতরান করা রাহানে ৩১ বলে করেন ৫৬। মারেন ৬টি চার ও চারটি ছয়। সুনীল ও রাহানে ফেরার পর ধস নামে নাইট ইনিংসে। একসময় মনে হচ্ছিল ২০০ রানে পৌঁছে যাবে নাইট রাইডার্স। সেখান থেকে থামে ১৭৪/৮। অঙ্গকৃষ রঘুবংশী ২২ বলে ৩০ রান করেন। বেঙ্কটেশ আয়ার (৬), রিঙ্কু সিং (১২), আন্দ্রে রাসেল (৪) ও হর্ষিত রানা (৫) দলকে নির্ভরতা দিতে পারেননি। ক্রুণাল পাণ্ডিয়া ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন। জশ হ্যাজেলউড ৪ ওভারে ২২ রান খরচ করে নেন ২ উইকেট। যশ দয়াল ৩ ওভারে ২৫, রসিখ সালাম দার ৩ ওভারে ৩৫ ও সুযশ শর্মা ৪ ওভারে ৩৭ রান দিয়ে ১টি করে উইকেট নেন।
জয়ের জন্য ১৭৫ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন বেঙ্গালুরুর দুই ওপেনার ফিল সল্ট ও বিরাট কোহলি। এই দুজনই বেঙ্গালুরুর জয়ের ভিত গড়ে দেন। ৮.২ ওভারে ওপেনিং জুটিতে ৯৫ তোলে বেঙ্গালুরু। এরপর ফিল সল্টকে (৩১ বলে ৫৬) তুলেন নেন বরুণ চক্রবর্তী। সল্টের উইকেট তুলে নিলেও এদিন দাগ কাটতে পারেননি নাইট রাইডার্সের এই রহস্যময় স্পিনার।
৩ নম্বরে নামা দেবদত্ত পাড়িক্কল (১০ বলে ১০) দ্রুত আউট হন। তাঁকে ফেরান সুনীল নারাইন। এরপর ক্রিজে নেমে ঝড় তুলে ১৬ বলে ৩৪ রান করে আউট হন রজত পতিদার। অধিনায়ক ফিরে যাওয়ার পর বেঙ্গালুরুকে জয় এনে দেন বিরাট কোহলি ও লিয়াম লিভিংস্টোন। ৩৬ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন কোহলি। ৫ বলে ১৫ রান করে অপরাজিত থাকেন লিয়াম লিভিংস্টোন। নাইট রাইডার্সের হয়ে বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী ও সুনীল নারাইন ১টি করে উইকেট নেন।