চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি সুযোগ পাবেন সাকিব আল হাসান। এই প্রশ্নটাই বেশ কিছুদিন ধরে ঘুরে ফিরে আসছিল। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেলেন না বাংলাদেশের এই বর্ষীয়ান অলরাউন্ডার। জায়গা হয়নি লিটন দাসেরও। তামিম ইকবাল অবশ্য খেলবেন না, আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে লিটন দাসের বাদ পড়াটা চমক।
বোলিং অ্যাকশনে খুঁত ধরা পড়ায় বল করার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে সাকিব আল হাসানের। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে খেলার সময় বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠার পর দুবার পরীক্ষা দিয়েও সাকিব পাশ করতে পারেননি। আবারও পরীক্ষা দিয়ে ছাড়পত্র পাওয়ার আগে পর্যন্ত সাকিবের তাই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার সুযোগ নেই। শুধু ব্যাটার হিসেবে তাঁকে দলে নেওয়া হয় কিনা, সেটাই ছিল দেখার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুধু ব্যাটার হিসেবে তাঁকে দলে নিতে রাজি নয়। তাছাড়া সাকিবের বাদ যাওয়ার পেছনে রাজনৈতিক প্রভাবও রয়েছে।
নির্বাচকরা তামিম ইকবালকে দলে চাইলেও তিনি দুদিন আগে অবসর নিয়েছেন। লিটন দাস অবশ্য খারাপ ফর্মের জন্য বাদ পড়েছেন। গত ৭ ইনিংসে দুই অঙ্কের রান নেই। শেষ হাফ সেঞ্চুরি করেছেন ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে। লিটন ছাড়াও বাদ পড়েছেন আফিফ হোসেন। দলে নেওয়া হয়েছে ৪ জোরে বোলার তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা ও তানজিম হাসানকে। ৩ স্পিনার মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি শুরু। হাইব্রিড মডেলের এই টুর্নামেন্ট হবে পাকিস্তান ও দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে, দুবাইয়ে। সেখান থেকে বাংলাদেশ দল যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে পরের দুটি ম্যাচ ২৪ ও ২৭ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও আয়োজক পাকিস্তান।
ঘোষিত বাংলাদেশ দল: নাজমুল হোসেন (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, নাহিদ রানা, জাকের আলি, তানজিদ হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও পারভেজ হোসেন।