আগেই দুই দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল। রবিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গ্রুপ লিগের শেষ ম্যাচ ছিল শীর্ষে থাকার লড়াই। ম্যাচ দেখতে দুবাইয়ে হাজির অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অন্য গ্রুপ থেকে আগেই তারা সেমিফাইনালে পৌঁছে গেছে। মঙ্গলবার দুবাইয়ে প্রথম সেমিফাইনাল। নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়ে ‘এ’ গ্রুপে শীর্ষে থেকেই সেমিফাইনালে ভারত। দুবাইয়ে তারা খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। অন্যদিকে, লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল নিউজিল্যআন্ড। ভারতের শুরুটা ভাল হয়নি। ৭ ওভারের মধ্যেই ৩০ রানে টপ অর্ডারের তিন ব্যাটার শুভমান গিল (৭ বলে ২), রোহিত শর্মা (১৭ বলে ১৫) ও বিরাট কোহলি (১৪ বলে ১১) হারিয়ে সমস্যায় পড়ে ভারত। ম্যাট হেনরির বলে গ্লেন ফিলিপসের অবিশ্বাস্য এক ক্যাচে আউট হন কোহলি। চরম বিপর্যয় থেকে অক্ষর প্যাটেলের সঙ্গে জুটি বেঁধে ভারতকে এগিয়ে নিয়ে যান শ্রেয়স আয়ার। চতুর্থ উইকেটে ২২.৪ ওভারে ৯৮ রানের জুটি গড়েন দুজনে।
৬১ বলে ৪২ রান করে অক্ষর আউট হওয়ার পর লোকেশ রাহুলের সঙ্গে ৪৪ রানের জুটি গড়ে তোলেন শ্রেয়স। ৩৭তম ওভারে দলীয় ১৭২ রানের মাথায় আউট হন শ্রেয়স। ৯৮ বলে ৭৯ রান করেন তিনি। ২৯ বলে ২৩ রান করেন লোকেশ রাহুল। এরপরই হার্দিক পাণ্ডিয়ার দাপট। ৪৫ বলে ৪৫ রান করে তিনি আউট হন। হার্দিকের আগে আউট হন রবীন্দ্র জাদেজা। ২০ বলে তিনি করেন ১৬। ৫০ ওভারে ভারত তোলে ২৪৯/৯। ৪২ রানে ৫ উইকেট নেন ম্যাট হেনরি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা নিউজিল্যান্ডের। ১২ বলে ৬ রান করে হার্দিকের বলে আউট হন রাচিন রবীন্দ্র। এরপর কেন উইলিয়ামসন ও উইল ইয়ং দলকে এগিয়ে নিয়ে যান। ৩৫ বলে ২২ রান করে বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন ইয়ং। ইয়ং ফিরে যাওয়ার পর উইলিয়ামসনকে সঙ্গ দেন ড্যারিল মিচেল। ৩৫ বলে ১৭ রান করে কুলদীপের বলে আউট হন মিচেল। উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি টম লাথাম। ২০ বলে ১৪ রান করে জাদেজার বলে ফিরে যান।
একদিকে উইকেট হারালেও অন্যপ্রান্ত আগলে রেখেছিলেন উইলিয়ামসন। ম্যাচ যত এগিয়েছে, ভারতীয় স্পিনারদের দাপট বেড়েছে। বিশেষ করে বরুণ চক্রবর্তীর। সুযোগ পেয়েই জ্বলে উঠলেন এই রহস্যময় স্পিনার। ফেরান গ্লেন ফিলিপস (১২), মাইকেল ব্রেসওয়েলকে (২)। ১২০ বলে ৮১ রান করার পর অক্ষরের স্পিনে আটকে গেলেন উইলিয়ামসন। উইলিয়ামসন আউট হলেই জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় ভারতের। ১২০ বলে ৮১ রান করেন উইলিয়ামসন। শেষ পর্যন্ত ২০৫ রানে গুটিয়ে যায় কিউয়িরা। ভারতের জয় ৪৪ রানে। দুরন্ত বোলিং করে ৪২ রানে ৫ উইকেট তুলে নেন বরুণ চক্রবর্তী। কুলদীপ ২টি, হার্দিক, অক্ষর , জাদেজা ১টি করে উইকেট পান। ম্যাচের সেরা বরুণ চক্রবর্তী।