কলকাতা লিগের জমকালো উদ্বোধন, জয় দিয়ে অভিযান শুরু বেহালা এসএস–এর
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু হল ১২৭তম কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের। লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেহালা এসএস ও কালীঘাট মিলন সংঘ। জয় দিয়ে লিগ অভিযান শুরু করল বেহালা এসএস। কালীঘাট এমএস–কে হারাল ১–০ ব্যবধানে।
জাঁকজমকভাবে শুরু হল কলকাতা ফুটবল লিগ। উদ্বোধনী অনুষ্ঠানের একটা মুহূর্ত।
আরিয়ান চৌধুরি
শেষ আপডেট: জুন ২৬, ২০২৫
Share on:
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে শুরু হল ১২৭তম কলকাতা ফুটবল লিগ প্রিমিয়ার ডিভিশনের। লিগের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বেহালা এসএস ও কালীঘাট মিলন সংঘ। জয় দিয়ে লিগ অভিযান শুরু করল বেহালা এসএস। কালীঘাট এমএস–কে হারাল ১–০ ব্যবধানে।
বিকেল সাড়ে ৫টা নাগাদ শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শুরুতেই অতিথিদের বরণ করে নেওয়া হয়। হাজির ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, আইএফএ সভাপতি অজিত ব্যানার্ডি, সচিব অনির্বাণ দত্ত, স্থানীয় বিধায়ক সনৎ দে এবং শ্রাচী গ্রুপের রাহুল টোডি, প্রাক্তন ফুটবলার অমিত ভদ্র, দীপেন্দু বিশ্বাস প্রমুখ। প্রধান অতিথিদের বরণ করে নেওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই ওড়িশার লোকসংস্কৃতির দল বাদ্যযন্ত্রের অনুষ্ঠান করে। এরপর বিট ব্রেকার্সের নৃত্যপ্রদর্শন। নৃত্যের পর সুরের জাদু ছড়িয়ে দর্শকদের মন জয় করে নেন জনপ্রিয় গায়িকা পৌষালী চক্রবর্তী। তাঁর কণ্ঠে একের পর এক গান ফুটবল উন্মাদনাকে তীব্র ব্র করে তোলে। সবশেষে হয় লেজার শো ও আতসবাজির প্রদর্শনী। প্রায় দেড় ঘন্টার মনোমুগ্ধকর উদ্বোধনী অনুষ্ঠানে মোহিত হয়ে যান উপস্থিত দর্শকরা। এবছর কলকাতা লিগ উৎসর্গ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি ফুটবলার পিকে ব্যানার্জিকে।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল বেহালা এসএস এবং কালীঘাট মিলন সংঘ। জয় দিয়ে লিগ অভিযান শুরু করল বেহালা এসএস। ম্যাচের শুরু থেকেই প্রাধান্য ছিল বেহালার। প্রথমার্ধের ৩৩ মিনিটের মাথায় ম্যাচের একমাত্র গোলটি করেন ডেভিড লালছুয়ানআওমা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেও সমতা নিয়ে আসতে পারেনি কালীঘাট এমএস।
We are a sports news media company which covers sports across the world. In 2021, "Sports Time" Magazine started its humble journey and quickly won the hearts of sports lover people. After the success of the magazine, we decided to venture into digital pl