গতবছরের মতো এবারও ডুরান্ড কাপের গ্রুপ লিগেই দেখা হচ্ছে ইস্টবেঙ্গল–মোহনবাগান সুপার জায়ান্টসের। বৃহস্পতিবার ডুরান্ডের গ্রুপ বিন্যাস হয়েছে। তাতে একই গ্রুপে পড়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কলকাতার আর এক প্রধান মহমেডান অবশ্য রয়েছে অন্য গ্রুপে।
এবারের ডুরান্ড কাপে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। ২৪টি দলকে ৬টি গ্রুপে ভাগ করা হয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল রয়েছে গ্রুপ ‘এ’–তে। কলকাতার দুই প্রধানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ইন্ডিয়ান এয়ার ফোর্স ও ডাউনটাউন হিরোজ এফসি। মহমেডান রয়েছে গ্রুপ ‘বি’–তে। মহমেডান ছাড়াও এই গ্রুপে রয়েছে বেঙ্গালুরু এফসি, ইন্টার কাশী এফসি এবং ইন্ডিয়ান নেভি। আর গ্রুপ ‘সি’–তে রয়েছে কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, পাঞ্জাব এফসি, সিআইএসএফ। এই তিনটি গ্রুপের খেলাই কলকাতায় অনুষ্ঠিত হবে।
গ্রুপ ‘ডি’–তে রয়েছে জামশেদপুর এফসি, চেন্নাইন এফসি, ইন্ডিয়ান আর্মি ও বাংলাদেশ আর্মি। এই গ্রুপের খেলা হবে জামশেদপুরে। আসামের কোকরাঝাড়ে ‘ই’ গ্রুপের খেলা অনুষ্ঠিত হবে। এই গ্রুপে রয়েছে ওডিশা এফসি, নর্থ–ইস্ট ইউনাইটেড, বোরোল্যান্ড এফসি এবং বিএসএফ। ‘এফ’ গ্রুপে রয়েছে এফসি গোয়া, হায়দরাবাদ এফসি, শিলং লাজং এফসি, ত্রিভুবন আর্মি এফসি। এই গ্রুপের খেলা শিলংয়ে অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনাল কলকাতায় হবে।
প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন দল ও সেরা দুটি দ্বিতীয় স্থানাধিকারী দল কোয়ার্টার ফাইনালে খেলবে। এবারের ডুরান্ড কাপে মোট ৪৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেমিফাইনাল ও ফাইনালের মতো উদ্বোধনী ম্যাচও কলকাতায় হবে। দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ট্রফি ট্যুরের উদ্বোধন করেছেন। বিভিন্ন জায়গা ঘুরে উদ্বোধনী ম্যাচের আগে কলকাতায় ট্রফি আসবে। ২৭ জুলাই ডুরান্ড কাপ শুরু। গ্রুপ বিন্যাস হলেও এখনও সূচি ঘোষণা করা হয়নি।
আরও পড়ুনঃ দীপেন্দু বিশ্বাসের জীবন নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘দীপু’, থাকছে নানা অজানা কাহিনী