কলকাতা লিগে প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতে সমর্থকদের আশার আলো দেখিয়েছিলেন জেসিন টিকেরা। দ্বিতীয় ম্যাচেই অন্য ছবি। সুরুচি সঙ্ঘের কাছে আটকে গেল ইস্টবেঙ্গল। বিপক্ষকে ১০ জনে পেয়েও জিততে পারল না লালহলুদ ব্রিগেড। ম্যাচের ফল ১–১। প্রথমে এগিয়ে গিয়েও জয় অধরা থেকে গেল বিনো জর্জের দলের কাছে। সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ছন্নছাড়া ফুটবলই ডোবাল ইস্টবেঙ্গলকে।
গতবছর এই সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে ৫–০ ব্যবধানে জয়ী হয়েছিল ইস্টবেঙ্গল। অনেক আশা নিয়ে এদিন নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে হাজির হয়েছিলেন লালহলুদ সমর্থকরা। কিন্তু তাঁদের হতাশ হয়েই ফিরতে হল। আগের ম্যাচে মাঝমাঠে অনেকটা দায়িত্ব নিয়ে খেলেছিলেন মনোতোষ মাজি। পরিবর্ত হিসেবে মাঠে নেমে আক্রমণভাগকে দারুণ নেতৃত্ব দিয়েছিলেন জেসিন টিকে। চোটের জন্য সুরুচি সঙ্ঘের বিরুদ্ধে এই দুই ফুটবলার ছিলেন না। ফলে ইস্টবেঙ্গলের খেলায় সেই ছন্দ দেখা যায়নি।
যদিও শুরুটা খারাপ করেনি ইস্টবেঙ্গল। নাসিব রহমান, সায়ন ব্যানার্জি, আমন সিকেরা মাঝেমাঝেই আক্রমণ তুলে নিয়ে আসছিলেন। শুরুর দিকে নাসিবের সামনে একটা সুযোগ এসেছিল। কিন্তু তাঁর বাঁপায়ের ইনসুইং শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। সায়ন ব্যানার্জির সেন্টারে সঠিক সময়ে জায়গায় পৌঁছতে পারেননি আমন সিকে। পৌঁছতে পারলে নিশ্চিত গোল ছিল। প্রথমার্ধের ইনজুরি সময়ে ভানলালপেকা গুতের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বলরাম মান্ডির কাছ থেকে বল কেড়ে নিয়ে সুরুচি সঙ্ঘ গোলকিপার শুভম রায়কে কাটিয়ে গোল করেন গুতে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ইস্টবেঙ্গলের রক্ষণের ভুলে সমতা ফেরান পরিবর্ত হিসেবে মাঠে নামা কারমান্না বনসাল। মনোতোষ চাকলাদারের ভুল ট্যাকেলে বল পেয়ে যান বনসাল। সেই বল ধরে তিনি সমতা ফেরান। এরপর এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল সুরুচি সঙ্ঘের সামনে। বেদেশ্বর সিংয়ের শট দারুণভাবে বাঁচিয়ে ইস্টবেঙ্গলের পতন রোধ করেন আদিত্য পাত্র। ফিরতি বলে আবার শট নিয়েছিলেন বেদেশ্বর। বল বারে লেগে ফিরে। ইস্টবেঙ্গলের সায়ন ব্যানার্জি সহজ সুযোগ হাতছাড়া করেন। তাঁর দুর্বল শট আটকে দেন সুরুচি গোলকিপার শুভম রায়।
দ্বিতীয়ার্ধের ৬৯ মিনিটের মাথায় সুরুচি সঙ্ঘের বাবলু ওঁরাও লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। ম্যাচের বাকি ২১ মিনিট দশ জনে খেলতে হয় সুরুচিকে। বিপক্ষের একজন ফুটবলার কমে গেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি সায়ন ব্যানার্জি, আমন সিকে, অ্যান্ড্রুরা। কারণ রক্ষণের সামনে জাল বিছিয়ে দেয় সুরুচি। সেই জাল ভেদ করা সম্ভব হয়নি লালহলুদ ফুটবলারদের।