১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে। এবারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সোল ক্যাম্পবেল। তবে এবারের ম্যারাথনে অন্যমাত্রা এনে দিয়েছে ঝুলন গোস্বামীর সংযুক্তি। ১৫ নভেম্বর জিডি বিড়লা শিক্ষা কেন্দ্র ও কুমার মঙ্গলম বিড়লা স্কুলে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র উদ্যোগে স্বাস্থ্য ও ফিটনেসের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। হাজির ছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী।
জিডি বিড়লা স্কুলের প্রায় ৪০০–র বেশি শিক্ষার্থী টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫ দৌড়ের প্রচারের জন্য ফিটনেস ট্রেনিং এবং জুম্বাতে অংশগ্রহণ করে। ঝুলন গোস্বামী স্বাস্থ্য ও ফিটনেসের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি করতে জিডি বিড়লা স্কুল পরিদর্শন করেন। শিক্ষার্থীদের স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখতে অনুপ্রাণিত করেন। ঝুলন গোস্বামী লর্ডসে নিজের অনুপ্রেরণামূলক যাত্রার কথা তুলে ধরেন। নিজেকে কীভাবে উৎসর্গ করেছিলেন, এছাড়া শৃঙ্খলা ও ত্যাগের অসাধারণ গল্প দিয়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের অভিভূত করেছিলেন। দীর্ঘ ক্রিকেট জীবনে ফিট থাকার জন্য দৌড়ানোর গুরুত্বের কথাও বলেন ঝুলন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে ঝুলন বলেন, ‘আজকের যুগে ফিটনেস এবং খেলাধুলা একজনের মন ও শরীরের সুস্থতার জন্য বিশেষ করে শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নিজের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছ, সেখানে পৌঁছানোর জন্য সংকল্প, শৃঙ্খলা এবং অধ্যবসায় বজায় রাখতে হবে। তবে এর জন্য একটি সুস্থ মন এবং একটি ফিট শরীর বজায় রাখা প্রয়োজন। দৌড় হল সমস্ত খেলার মৌলিক এবং নিজের শরীর থেকে বিষ দূর করার সবচেয়ে সহজ উপায়। তোমারা লক্ষ্যের দিকে ছুটতে থাক।’
প্রোক্যাম ইন্টারন্যাশনালের আঞ্চলিক পরিচালক প্রশান্ত সাহা বলেন, ‘খেলাধুলায় ব্যাপক অংশগ্রহণে টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে–র গুরুত্ব অপরিসীম। ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বিমান বাহিনীর জন্য বিজয় দিবস ট্রফি আয়োজনের মাধ্যমে আমাদের সাহসী জওয়ানদের স্যালুট জানাই।’ জিডি বিড়লা স্কুলের প্রিন্সিপাল ক্রেগ অ্যান্টনি লুকাস বলেন, ‘আমি মনে করি এখন সারা বিশ্বে ম্যারাথন অনেক বেড়েছে৷ মানুষ শুধু ম্যারাথন দৌড়ের অংশ হতে আকুল। এটি এমন একটি রঙিন, প্রাণবন্ত, উপভোগ্য ইভেন্টে পরিণত হচ্ছে যে কেউ সত্যিই দূরত্ব সম্পর্কে ভাবে না। আমি মনে করি টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে ম্যারাথনের সাথে একটি চমৎকার কাজ করছে। আমরা সত্যিই রেস দিনের জন্য উন্মুখ। আমার অনেক কর্মী এবং ছাত্র, এমনকি আমিও রেসের দিন উপস্থিত থাকব।’